
আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
বাংলাদেশ কালেক্টরেট সহকারীদের পদবি পরিবর্তন ও উন্নয়নের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি পঞ্চগড় জেলা শাখা।
সোমবার সকালে ২য় দিনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল ওই এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করে।
এসময় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবীরসহ জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত সকল কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসময় তারা বলেন, আগামী ৩০ তারিখের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।