আল মাসুদ,পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে নতুন করে আরো ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
সোমবার (২২ জুন) জেলার ২৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন ০৩ জনের শরীরে করোনা শনাক্তের বিষয়টি রাতে নিশ্চিত করেছে ডা. ফজলুর রহমান।
আক্রান্তরা হলেন সদরের গড়িনাবাড়ি ইউনিয়নের ভুলাপাড়া গ্রামের একজন , চাকলাহাট ইউনিয়নের নারায়ণপুর পন্ডিতপাড়া গ্রামের একজন এবং দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা গ্রামের একজন । এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৮ জনে।
সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান জানান, এ পর্যন্ত জেলায় ১২৮ জন আক্রান্তের মধ্যে তেঁতুলিয়ায় ১৪ জন, সদরে ৪৩ জন, আটোয়ারীতে ০৯ জন, বোদায় ১৪ জন এবং দেবীগঞ্জে ৪৮ জন।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৭৯ জন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং তিন জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।