
আল মাসুদ,পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় রান্না ঘরের চালার উপর থেকে পড়ে মকবুল হোসেন (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত মকবুল ইমাল উদ্দিনের ছেলে।
শুক্রবার(২১ আগস্ট) সন্ধ্যায় তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের আতমাগছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মকবুল হোসেনের বাড়ির রান্না ঘরের চালার ছিদ্র বন্ধ করতে ঘরের চালার উপর উঠেন। হঠাৎ ঘরের উপর থেকে পিছলে মাটিতে পড়ে যায়। এসময় পরিবারের সদস্যরা আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নেয়ার পথে তার মৃত্যু হয়।
দেবনগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন-উল হক রান্না ঘরের উপর থেকে পড়ে মকবুল হোসেন নামের ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।