
আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধিঃ
রেলপথমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন বলেছেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হ-ত্যা করার পর আমাদের এই যে ৫০ বছর ,এই ৫০ বছরে আপনারা লক্ষ্য করে দেখেছেন আমাদের মুক্তিযোদ্ধাদের সঠিক ইতিহাস। এই ইতিহাসকে নতুন প্রজম্মের কাছে বিকৃত করার চেষ্টা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় সরকারী অডিটোরিয়াম চত্বরে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন,আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর জীবনের এই যে এক’শ বছর বঙ্গবন্ধুকে খাটো করার চেষ্টা করা হয়েছে। বিএনপি জামায়াতের ছত্রছায়ায় এখনও তারা ষ-ড়-য-ন্ত্র করে যাচ্ছে। কাজেই এই ইতিহাসকে আমাদের নতুন প্রজম্মের কাছে তুলে ধরতে হবে।
পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে পঞ্চগড়—১ আসনের সংসদ সদস্য মোঃ মজাহারুল হক প্রধান,পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী,জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম,পৌর মেয়র জাকিয়া খাতুনসহ প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলার উদ্বোধন করা হয়। পরে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন রেলপথমন্ত্রী।