এতদ্দ্বারা সংশ্লিষ্ট সকলকে অবগত করা যাচ্ছে যে, ২য় পক্ষঃ মো. আতিকুর রহমান ,পিতাঃ মো. হাবিবুর রহমান মৃধা ,মাতাঃ মোসা. ফাতেমা বেগম ,গ্রামঃ ছোট শিবেরচর ,ডাকঘরঃ ছোট শিবা ,উপজেলাঃ গলাচিপা ,জেলাঃ পটুয়াখালী এর সঙ্গে গত ১৫/০৯/২০১৭ খ্রি. তারিখে ১ম পক্ষঃ ক্রাইম পেট্রোল২৪.কম সম্পাদক ও প্রকাশক মো. ইব্রাহিম খলিল, পিতাঃ মৃত মো. আবু জাহের, গ্রামঃ শ্রীমদ্দি, ডাকঘরঃ হোমনা, উপজেলাঃ হোমনা, জেলাঃ কুমিল্লা সরল বিশ্বাসে এক লিখিত চুক্তিতে আবদ্ধ হই। চুক্তির শর্তানুযায়ী উক্ত তারিখ হতে ২য় পক্ষ পত্রিকাটি পরিচালনার যাবতীয় খরচ বহন করার কথা থাকলেও চুক্তির পর থেকে প্রাথমিক পর্যায়ে তার সাথে পরামর্শ করে পত্রিকাটি পরিচালনার যাবতীয় খরচ আমি ১ম পক্ষবহন করে আসছি। চুক্তির পর থেকে অসংখ্যবার ২য় পক্ষকে পত্রিকাটি পরিচালনা বাবদ সমুদয় খরচ আমাকে পরিশোধ করার তাগাদা দিলেও তিনি (২য় পক্ষ) দেম -দিচ্ছি করে এ পর্যন্ত সময় অতিবাহিত করে আমার সাথে (১ম পক্ষের) প্রতারণা করে আসছেন। সেকারণে গত কিছুদিন পূর্বে তার বর্তমান ও স্থায়ী ঠিকানায় ডাকযোগে রেজিস্ট্রি করে ২ বার লিগ্যাল নোটিশ পাঠানো হয়। উভয় ঠিকানায়ই তাকে (২য় পক্ষ) না পাওয়ায় সেগুলো ফেরত আসে। এছাড়াও সারা দেশে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগসহ একাধিক মামলা ও জিডি রয়েছে। সেকারণে তিনি একজন বিতর্কিত ব্যক্তিও বটে। উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর ২০২০ খ্রি. তারিখে আমাকে জড়িয়ে তার নির্দেশে তারই কথিত ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউণ্ডেশন, যশোর জেলা কমিটির ব্যানারে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। তাছাড়া তিনি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে মানহানিকর ও উস্কানিমূলক বক্তব্য প্রদান করেছেন। এমতাবস্থায় চুক্তির শর্তানুযায়ী তাকে ক্রাইম পেট্রোল২৪. কম পত্রিকার সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হলো। অদ্য ৮ সেপ্টেম্বর ২০২০ খ্রি. তারিখ থেকে তিনি উক্ত পত্রিকাটির কোনো প্রকার পরিচয় বহন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
,
মে. ইব্রাহিম খলিল
সম্পাদক ও প্রকাশক
ক্রাইম পেট্রোল২৪.কম