
মো: বাবুল নেত্রকোনা থেকে: নেত্রকোনায় অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছেন পুলিশ সুপার আকবর আলী মুন্সী । নেত্রকোনায় যোগদানের পর থেকেই সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন পেশাজীবী মানুষ তার বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে আসছেন। নেত্রকোনা জেলার ১০ টি থানায় পর্যায়ক্রমে অপরাধ দমনে মাসিক মিটিং,থানা পরিদর্শন,জনপ্রতিনিধি ও সাধারণ লোকজন নিয়ে সচেতনতা সৃষ্টি ও অপরাধ দমনে সামগ্রিক সেমিনার করে যাচ্ছেন। তার এসব কর্মকাণ্ড মাদক নির্মূল,চুরি ,ছিনতাই ও মারামারিসহ বিভিন্ন অপরাধ দমনে অনেকটা কার্যকর ভূমিকা পালন করছে। বিভিন্ন থানা থেকে আগত দর্শনার্থী পুলিশ সুপার আকবর আলী মুন্সীর কাছ আন্তরিকবভাবে সেবা পেয়ে থাকেন বলে জানা যায় ।এরই মধ্যে করোনাভাইরাসে কীভাবে নিজেকে ও পরিবারকে রক্ষা বা সচেতন হওয়া যায় তারই লক্ষ্যে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে জেলাসহ থানা পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।নেত্রকোনা জেলা পুলিশের পক্ষ থেকে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ এমনকি খালিয়াজুরী থানার প্রত্যন্ত এলাকায় পায়ে হেঁটে অসহায় মানুষের মাঝে ত্রাণ ও নগদ অর্থ প্রদান করেন।
এ ব্যাপারে নেত্রকোনা জেলার পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সী ক্রাইম পেট্রোল ২৪ কমকে জানান,আমি নেত্রকোনা জেলায় শান্তি ও সাধারণ মানুষের সেবা প্রদান করার প্রত্যয় নিয়েই কাজ করে যাবো। আর অপরাধের ক্ষেত্রে আমি কাউকে ছাড় দিবো না, এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।