
মোঃ বাবুল নেত্রকোনা থেকে: আজ নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলার ডিংগাপুতা হাওর পারের বন্যাদুর্গত এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন নেত্রকোনার পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন,নেত্রকোনা জেলার পুলিশ সুপার(এসপি) আকবর আলী মুন্সী ও নেত্রকোনা জেলার পুনাকের সভানেত্রী ঝুমা আকবর। এছাড়াও ত্রাণ সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার পুনাক নেত্রী অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) মো: মনিরুল ইসলাম, বারহাট্রা থানার(সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মো: সাইদুর রহমান সহ মোহনগঞ্জ থানার নারী পুলিশ সদস্য এবং অনন্য পুলিশ সদস্যবৃন্দ। এ ব্যাপারে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: আব্দুল আহাদ খান ক্রাইম পেট্রোল২৪কে জানান, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা ভাটিবাংলা খ্যাত এলাকা। আর এই এলাকায় বন্যাদুর্গত থাকায় ঈদকে সামনে রেখে নেত্রকোনা জেলার সুযোগ্য পুলিশ সুপার(এসপি) আকবর আলী মুন্সী স্যারের নির্দেশক্রমে জেলা পুনাকের সহায়তায় আজ প্রায় ১০০ পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে।