মো. বাবুল নেত্রকোনা প্রতিনিধি : ‘বঙ্গবন্ধুর বাংলায় ধর্ষকের ঠাঁই নাই,শেখ হাসিনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই,মুক্তিযুদ্ধের বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’ এই স্লোগানকে সামনে রেখে আজ আটপাড়া উপজেলার তেলিগাতি ইউনিয়নে তেলিগাতি বাজারে আটপাড়া থানা কর্তৃক ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং এর উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫ শতাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব,মহিলা নেত্রী,সাধারণ মানুষ এবং ছাত্র/ছাত্রী অংশ নেয়। র্যালিটি তেলিগাতি বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তেলিগাতি পরিষদে এসে শেষ হয় । এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা আ’লীগের সভাপতি ও আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম, আটপাড়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান নন্দন, মহিলা ভাইস-চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, আটপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আলী হোসেন পিপিএম ও তেলিগাতি ইউনিয়ন চেয়ারম্যান মো. জাহাংগীর হাসান, দুওজ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস মনি, ছাত্রলীগ, যুবলীগ, ছাত্র/ছাত্রী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ব্যাপারে আটপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আলী হোসেন পিপিএম জানান, যেখানেই ইভটিজিং, ধর্ষণ, নারী নির্যাতন তখনই ৯৯৯-এ কল করে সেবা নিন। আমরা পুলিশ সবসময় আপনাদের সেবায় নিয়োজিত। এ ছাড়াও তিনি বলেন, আমাদের অভিবাবক নেত্রকোনা জেলার সাহসী, দক্ষ ও বিচক্ষণ পুলিশ সুপার(এসপি) আকবর আলী মুন্সী স্যারের নির্দেশনায় কাজ করে যাচ্ছি।