মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধি॥নীলফামারী থেকে সৈয়দপুর সাড়ে ১৫ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত ও মজবুতকরণ প্রকল্পে দ্বিতীয়় দফায় ভূমি অধিগ্রহণের ১কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।সোমবার(১৮ জানুয়ারি)দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৯ জন ক্ষতিগ্রস্তের মাঝে এই অর্থের চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন, নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর। এছাড়াও এসময় জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার নাহিদ হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার।
জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহন কর্মকর্তা (আরডিসি)বেলায়েত হোসেন জানান, প্রকল্পটি বাস্তবায়নে ভূমি অধিগ্রহণের আগে ১কোটি ৯ হাজার ৭১৭ টাকার চেক প্রদান করা হয়। দ্বিতীয় দফায় সোমবার ১কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকার চেক প্রদান করা হলো। এখন থেকে অবশিষ্ট ক্ষতিগ্রস্তদের মাঝে ভূমি অধিগ্রহণের চেক বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে।