
নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীতে গরুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কা’টা পড়ে নি’হত হয়েছেন বৃদ্ধ কবীর আহমেদ (৭০)। বুধবার(৬ এপ্রিল) বিকেল সোয়া পাঁচটার দিকে জেলা শহরের কলেজ স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে। তিনি কলেজ স্টেশন বাজারের একজন হোটেল ব্যবসায়ী এবং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক কর্মচারী ছিলেন। তিনি মৃত নাদিরুজ্জামানের ছেলে। ঘটনার সময় গরুটিও ট্রেনে কা’টা পড়ে মা’রা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে কবীর আহমেদের পালিত দুইটি গরু কলেজ স্টেশন এলাকায় রেললাইনের ধারে ঘাস খাচ্ছিল। এসময় খুলনা থেকে ছেড়ে আসা রূপসা একপ্রেস ট্রেনটি কলেজ স্টেশন অতিক্রম করছিল। ট্রেনের শব্দে একটি গরু রেললাইনে দাঁড়িয়ে যায় এবং অপরটি ছুটে যায়।রেললাইনে দাঁড়িয়ে থাকা ওই গরুটিকে বাঁচাতে গিয়ে গরুসহ ট্রেনে কা’টা পড়ে নি’হত হন এই বৃদ্ধ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার ওসি শফিউল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।