
আকতার হোসেন ভূইঁয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া ) সংবাদদাতা।। নাসিরনগর উপজেলার কুন্ডা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ শুক্রবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে একাডেমিক ভবনটির নির্মাণ কাজের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন, দেশ ও দেশের জনগণের সার্বিক উন্নয়ন ও কল্যাণে এবং ভাগ্যোন্নয়নে জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গত কয়েক বছরে নাসিরনগরে শিক্ষা প্রতিষ্ঠানের অনেক ভবন নির্মাণ করা হয়েছে এবং অনেক ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসময় উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোনাব্বর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, কুন্ডা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন ভূইঁয়া,সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াছ আলী.সাবেক সভাপতি লতিফ হোসেন, আবদুল জলিল ভূইঁয়া,প্রধান শিক্ষক মো: সহিদুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
প্রসঙ্গত, রাজস্ব বাজেটের আওতায় কুন্ডা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে দরপত্র মূল্য ৮৫ লাখ টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনটি নির্মিত হচ্ছে।