আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর, বি.বাড়িয়া প্রতিনিধিঃ
করোনায় স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে সারা দেশের ন্যায় নাসিরনগরে স্কুলে স্কুলে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হচ্ছে। আজ শুক্রবার নতুন বছরের প্রথম দিন থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া শুরু হয়েছে। সকালে নাসিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণে ভার্চুয়ালি কার্যক্রমে প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। এ উপলক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডাঃ রাফি উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান শিক্ষক এবিএম সালেমের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া,উপজেলা রিসোর্স কর্মকর্তা মাহবুবুর আলম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাজারুল ইসলাম,রবিউল আলম,বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি সাংবাদিক আকতার হোসেন ভুইয়া ও সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী। এসময় শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।