আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর যুব উন্নয়ন আইসিটি সেন্টারের কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত কারিগরি কম্পিউটারের উপজেলা শাখার প্রশিক্ষণ কেন্দ্রে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব উন্নয়ন আইসিটি ট্রেনিং সেন্টারের পরিচালক শরীফুল ইসলাম সেলিমের সভাপতিত্বে নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আনসার উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মাহবুবুল হাসান,সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা কমল বনিক ও সাংবাদিক আকতার হোসেন ভুইয়া। অনুষ্ঠানে ৬ মাস ও ৩ মাসব্যাপি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী ৩০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।