আক্তার হোসেন ভূইয়া, নাসিরনগর, বি.বাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে শাড়ি-লুঙ্গী ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে গোর্কণ ইউনিয়নে পৃথক স্থানে এসব বস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। উপজেলার লাল হোসেন চৌধুরী মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের কৃতীসন্তান আমেরিকান প্রবাসী মোয়াজ্জেম হোসেন চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রীর মধ্যে কম্বল বিতরণ করেন তরঙ্গ অফ কেলিফোনিয়ার বাংলাাদেশের প্রধান সমন্বয়কারী মোঃ আরিফ ইকবাল। ইংরেজি নবর্বষ উপলক্ষে বাংলার বিজয় বহর লস এঞ্জেলসের উদ্যোগে লাল হোসেন চৌধুরী মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. আব্বাস উদ্দিনের সভাপতিত্বে এসময় অ্যাড. মহিউদ্দিন চৌধুরী শরীফ,শফিকুল হাফিজ,মিজানুর রহমান,প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম,শহিদ মাষ্টার,গোকর্ণ ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ,সিও মোঃ মাসুদ রানা,সমন্বয়কারী জিয়া চৌধুরী,মহিউদ্দিন আহমেদসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অন্যদিকে উপজেলার গোর্কণ ইউনিয়নের চৈয়ারকুড়ি ইফরান চৌধুরী কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে তার মা-বাবা-বোনের স্মরণে প্রায় শতাধিক অসহায় ও দুস্থ মহিলা ও পুরুষের মধ্যে শাড়ি-লুঙ্গী বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড.আব্বাস উদ্দিন। সুচীউড়া গ্রামে নিজ বাড়িতে বকুল চৌধুরীর সভাপতিত্বে বিতরণের সময় তরঙ্গ অফ কেলিফোনিয়ার বাংলাাদেশের প্রধান সমন্বয়কারী মোঃ আরিফ ইকবাল,মাওলানা আবু মোতাহিদ,কুতুবউদ্দিন গেদু,উপজেলা যুবলীগ নেতা ভানু দেব,মহিদুজ্জামান টিটু,ফয়েজ আহমেদ, ,আবদুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।