আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ নাসিরনগরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়,আগামী ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত উপজেলার ১৩টি ইউনিয়নে ৩১২ টি কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ১১ মাসের ৫ হাজার ৪৪৩ জন শিশুকে একটি নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৪ হাজার ৬শ’ ৮৩জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে এই অবহিতকরণ সভা করা হয়। সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: ইকবাল মিয়া,ওসি তদন্ত আসম আতিকুর রহমান,গাইনী বিশেষজ্ঞ নাফিসা জাফরিন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শাখাওয়াত হোসেন,স্বাস্থ্য পরিদর্শক,সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও সিনিয়র স্টাফ নার্সগণ আলোচনায় অংশ নেন।