
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ “দুর্যোগ ঝুঁকি হ্রাস পূর্ব প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি ”এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগের উদ্যোগে র্যালি,আলোচনা সভা ও দুযোর্গ মহড়া অনুষ্ঠিত হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুন্ডা উচ্চ বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আজহারুল ইসলাম ভুইয়া,ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. জসিম উদ্দিন ও কুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল হক। পরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২০ উপলক্ষে“ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া”কুন্ডা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ।