
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ জাইকার অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদের আয়োজনে ‘উপজেলা বিআরডিবিভুক্ত সমিতি ও দলের মহিলা সদস্যদের ৫দিনব্যাপী কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে এক সভা স্থানীয় বিআরডিবির প্রশিক্ষণ রুমে উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মুখলেছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,একটি বাড়ি একটি খামারের উপজেলা সমন্বকারী কালি শংকর পাল ও ইউসিসির সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক আকতার হোসেন ভুইয়া । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম। পরে অতিথিরা প্রশিক্ষণার্থীদের তৈরী বিভিন্ন কুটির শিল্প ঘুরে দেখেন। বুধবার থেকে শুরু প্রশিক্ষণে বিআরডিবিভুক্ত সমিতি ও দলের ২০ জন মহিলা সদস্য অংশগ্রহণ করেন।