আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলনের কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার দুপুরে আইএবি‘র অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার মাধ্যমে ওই কমিটি গঠন করা হয়। মাওলানা হাবীবুল্লাহ ফারুকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মুফতি আশরাফুল ইসলাম বিলাল।বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা হোসাইন আহমদ আজাদী ,শ্রমিক আন্দোলন উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান,মাওলানা রুহুল আমিন গাজী,মাওলানা হাফেজ তাজুল ইসলাম ধরমন্ডলী ও মুহাম্মদ আতিকুর রহমান শাহিন।আলোচনা সভা শেষে মাওলানা হাবীবুল্লাহ ফারুকীকে সভাপতি,শেখ মোঃ নিজাম নিজামুদ্দীনকে সহ-সভাপতি ও মাওলানা তাজুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মাওলানা নুরুল আমিনকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ইসলামী যুব আন্দোলন নাসিরনগর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।