আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ “সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য” এই শ্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে নাসিরনগরে গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নাসিরনগর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা গোলাম মোহাম্মদ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা এম এ মতিন। সভা উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব অ্যাডভোকেট মোঃ ইসলাম উদ্দিন দুলাল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম সাংগঠনিক সচিব মাওলানা কাজী জসিম উদ্দি আশরাফী,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি অধ্যাপক নাজিম উদ্দিন আল-কাদরী,জেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন মোল্লা ও কেন্দ্রীয় পরিষদের প্রচার কমিটির সদস্য মাওলানা এনাম রেজা।
উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা এম.এ বাছিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা যুবসেনার সহ-সভাপতি মাছুম বিল্লাহ আশরাফী,মাওলানা নজরুল ইসলাম,মাওলানা সৈয়দ আবু বক্কর সিদ্দিক,মাওলানা হোসাইন আহমেদ,নুরে আলম রেজাসহ আরো অনেকে। অনুষ্ঠানে ২৪ জনকে গুণীজন সংবর্ধনা দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা এম এ মতিন বলেন, ‘কুরআন সুন্নাহর সঠিক আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই বিশ্ব মানবতার ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি সম্ভব। মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাআতের সঠিক রুপরেখা ইসলাম ও কুরআন সুন্নাহর আদর্শ ভুলে মানবগড়া মতবাদকে লালন করার কারণেই ব্যক্তি,পরিবার,সমাজ,রাষ্ট্র ও আন্তর্জাতিক অঙ্গনসহ সকল ক্ষেত্রে চরম অ’শান্তি ও হ’তাশা বিরাজ করছে।’
এসময় উপজেলার বিভিন্ন পীর মাশায়েকসহ আহলে সুন্নাত ওয়াল জামাআত,বাংলাদেশ ইসলামী ফ্রন্টে,যুবসেনা ও ছাত্রসেনার উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।