
মেহেদী হাসান ফারুক, জেলা প্রতিনিধি, টাঙ্গাইল :
আজ বুধবার ১ জানুয়ারি সকাল ১০ ঘটিকায় নাগরপুর গয়হাটা শহীদ শামস উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হযয়েছে। মোঃ রাসেল খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (নাগরপুর- দেলদুয়ারের) গণমানুষের নেতা আহসানুল ইসলাম টিটু এম পি। বছরের প্রথম দিনে বই পেয়ে আনন্দে আত্মহারা ছাত্র-ছাত্রীরা । উক্ত অনুষ্ঠানে মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাংগাইল জেলা পরিষদের সদস্য শেখ কামাল, নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ,কে,এম কামরুজ্জামান মনি, গয়হাটা ইউ পি চেয়ারম্যান আসকর আলী ,নাগরপুর আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফরহাদ আলী, স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আলিম, সহকারী শিক্ষকবৃন্দ ,আওয়ামী লীগ, সহসহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।