
মোঃ ইকবাল হোসেন, নাগরপুর প্রতিনিধিঃ
টাংগাইলের নাগরপুরে স্বামীর নির্যাতনে গৃহবধূ হাসপাতালে শয্যাাশায়ী।
উপজেলার সহবতপুর ইউনিয়নের পাছইরতা গ্রামের গৃহবধু শ্রাবণী, স্বামীর বেধড়ক মারধরের শিকার হয়ে নাগরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লাল মিয়ার ছেলে শ্রাবনীর স্বামী ইসরাফিল নেশাগ্রস্ত বলে অভিযোগ রয়েছে।
অমানবিক অত্যাচারের স্বীকার গৃহবধূ শ্রাবণী জানান, বিগত চার বছর যাবত তার সাথে আমি সংসার করে আসছি। আমার একটি ছেলে সন্তান আছে। আমি আমার স্বামীর সাথে প্রথমে খুব ভালো ভাবেই সংসার করে আসছিলাম। কিন্তু পরবর্তীতে তার আচরণের অনেক পরিবর্তন হয় বলে জানান।
শনিবার ১৮/০১/২০২০ ইং তারিখে অনুমানিক সকাল ১১ টার সময় ইশরাফিল তার শরীরের বিভিন্ন স্থানে গরম শিক দিয়ে ছ্যাকা দেয় ও পিটিয়ে জখমের সৃষ্টি করে বলে শ্রাবনী জানান।
শ্রাবণী আরও জানান, এলাকার লোক কয়েকবার বসে এর সমাধান করার চেষ্টা করে কিন্তু কোনমতেই এর সমাধান আসে নাই। এ বিষয়ে নাগরপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্তকারী কর্মকর্তা এস.আই নূর মোহাম্মদ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলমান রয়েছে এবং শ্রাবনীর স্বামী বর্তমানে পলাতক।
এছাড়া তার স্বামী মাদকাসক্ত এবং বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে টাকা দাবি করে বলে তিনি জানান।