
জামালপুর প্রতিনিধি : দৈনিক জামালপুর দিনকাল পত্রিকার নতুন অফিস উদ্বোধন উপলক্ষ্যে শুক্রবার ৭ ফেব্রুয়ারি বিকাল ৫টায় আজাদ ডাক্তার মোড় সংলগ্ন, নিউ কলেজ রোড, দক্ষিণ কাচারী পাড়া পত্রিকার নতুন ভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশ্বমুসলিম ও বাংলাদেশের সকল মানুষের জন্য শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন ফিসারিজ মোড় সংলগ্ন জিমে মসজিদের ইমাম মাওলানা মো. জাকির হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকার প্রকাশক আলহাজ্ব মো. আরজু আকন্দ , ভারপ্রাপ্ত সম্পাদক আলহাজ্ব আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবু সাঈদ, সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক এম.এ মান্নান, সাংবাদিক রিয়াজ রহমান, সাংবাদিক শফিকুল ইসলাম ফারুক, সাংবাদিক সুবল দাস, সাংবাদিক নূর মোহম্মদ , বিভিন্ন উপজেলা প্রতিনিধি, বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগের কর্মকর্তা লুবনা, তানজিনা আক্তার, কম্পিউটার ও গ্রাফিক্স ডিজাইনার মো. জাহিদুল ইসলাম টিটু, ভবন মালিক মো. শহিদুল হাসানসহ স্থানীয় এলাকার মুসল্লী, শুভাকাঙ্ক্ষী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।