আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৭মার্চ) সকাল ৯টায় বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর জন্ম দিনের কেক কেটে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে সংক্ষিপ্ত আলেচনা সভায় উক্ত বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক মনিরা আক্তার, সহকারী শিক্ষক সঞ্জিব কুমার রায়, জাহাঙ্গীর আলম, মিম মাহেজ্যাবীন, সাবিনা রোশনি, সুমনা মৌসুমি, ললিতা রানী রায় প্রমুখ বক্তব্য রাখেন। শেষে বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রজাতীর ফলজ, বনজ ও ঔষধী গাছের শতাধীক চারা রোপন করা হয়। পরে জাতীর জনকের রুহের আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কল্পে বিশেষ মুনাজাত পরিচালনা করেন উক্ত বিদ্যালয়ের মৌলভী শিক্ষক মাওঃ নাজমুল আহসান।