মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে অটো থেকে পড়ে গিয়ে ট্রাকের চাপায় রোজিনা খাতুন(২৫)নামে এক নারীর মর্মান্তিক মৃ’ত্যু হয়েছে।এই ঘটনায় তার কোলে থাকা এক বছরের সন্তানটি সুস্থ রয়েছে।
নিহত রোজিনা খাতুন দিনাজপুর বিরল উপজেলার পৌরসভাধীন শংকরপুর ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ফারুক হোসেনের স্ত্রী ।
জানা গেছে, বিরল থেকে রোজিনা খাতুন তার এক বছরের সন্তানকে নিয়ে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পথে শহরের নিমনগর বালুবাড়ী শহিদ মিনার মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ (১২ নভেম্বর)সকাল সাড়ে ১০টায় নি’হত রোজিনা খাতুন বিরল থেকে একটি অটোযোগে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পথে নিমনগর বালুবাড়ী শহিদ মিনারের কাছে এসে অটোটি বাঁক ঘোরার সময় মেয়েটি হঠাৎ পরে গেলে অটোর পিছনে থাকা একটি ট্রাক মেয়েটির মাথার উপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃ’ত্যু হয়।কিন্তু তার কোলে থাকা এক বছরের সন্তানটি বেঁচে যায় ।এ ঘটনায় চালক ও ঘা’তক ট্রাকটি আটক করে বিক্ষুব্ধ জনতা।
এ ঘটনার পরপরেই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান ।