মোঃ জাহিদ হোসেন ,দিনাজপুর প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩০ ডিসেম্বর-২০২৪ সোমবার সন্ধ্যায় দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস) জেলা শাখার আহবায়ক অধ্যাপক মোঃ আখতারুজ্জামান আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির সভাপতি(দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান) অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
বিশেষ অতিথি হিসেবে রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি(দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান) মোঃ মোকাররম হোসেন,সহ-সভাপতি মোঃ খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ , আলহাজ্ব সোলায়মান মোল্লা, মোঃ মোজাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না প্রচার সম্পাদক বাবু চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুর ইসলাম তুষার, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাদশা,জেলা মহিলা দলের সভানেত্রী জিন্নাত আরা, জাসাস বিরামপুর থানার আহবায়ক অধ্যাপক সাইদুর রহমান, বিরল থানার আহবায়ক মোহাম্মদ আকতার আলী প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জাসাস এর সদস্য সচিব হুমায়ুন কবীর আনাফ।
উক্ত অনুষ্ঠানে জাসাস এর নেতৃবৃন্দ ছাড়াও জেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।