মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
৭ নভেম্বর ২০২৫ শুক্রবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জাতীয় শ্রমিক শক্তি দিনাজপুর জেলা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দকে নিয়ে নির্বাচনী পর্যালোচনা করা হয়।
অনুষ্ঠিত নির্বাচনী পর্যালোচনায় জাতীয় শ্রমিক শক্তির পক্ষ থেকে দিনাজপুর সংসদ সদস্য প্রার্থী প্রদানের বিষয় নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক পর্যালোচনা করা হয়।
উক্ত আলোচনায় জাতীয় শ্রমিক শক্তি, কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল ইসলাম, জাতীয় শ্রমিক শক্তি, কেন্দ্রীয় কমিটি সংগঠক হাফিজুর সরকারসহ জেলা এবং উপজেলা কমিটির নেতৃবৃন্দ গঠনমূলক বক্তব্য রাখেন। জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বলেন, আমাদের পক্ষ থেকে আমাদের প্রার্থীকে সার্বিক সহযোগিতা করা হবে। প্রার্থীকে জিতিয়ে আনার জন্য সকল প্রকার কার্যক্রম আমরা বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ। এজন্য প্রয়োজন একে অপরের সাথে বিনয়ী মনোভাবের মাধ্যমে যোগাযোগ বজায় রাখা এবং নির্বাচনকে সামনে রেখে সকল কার্যক্রম কাঁধে কাঁধ মিলিয়ে বাস্তবায়িত করা।

















