মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।।
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ক্রীড়া পরিদপ্তরের বাস্তবায়নে দিনাজপুরে জেলা পর্যায়ে “আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট” শুরু হয়েছে। এতে একটি মাদ্রাসাসহ মোট ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ১৭ নভেম্বর-২০২৫ সোমবার বিকেলে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে(বড় মাঠ) বেলুন- ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন।
এসময় তিনি বলেন, “দিনাজপুরে সবসময়ই খেলাধুলার সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করে। এই ময়দান আমাদের ক্রীড়া ঐতিহ্যের অন্যতম ধারক। আগামী ২২ নভেম্বর জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে দিনাজপুর দল সিরাজগঞ্জের সঙ্গে ফাইনাল খেলবে, ইনশাআল্লাহ দিনাজপুর চ্যাম্পিয়ন হবে।”
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান।
আয়োজকরা জানান, এই টুর্নামেন্ট তিন ধাপে অনুষ্ঠিত হয়ে থাকে। প্রথমে জেলা পর্যায়ে, এরপর বিভাগীয় পর্যায়ে এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে। দিনাজপুরে আগামী ২৪ নভেম্বর “আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট” এর চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে। এখান থেকে চ্যাম্পিয়ন দল বিভাগীয় পর্যায়ে খেলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমীর মো. সিরাজুস সালেহীন, শঙ্করপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আতাউর রহমান, কারেন্টহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জালাল উদ্দিন, জুলাই আন্দোলনে শহীদ সুমন পাটোয়ারি পিতা ওমর ফারুক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আরিফুল আলম পল্লবসহ খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি হন অতিথিবৃন্দ।
উদ্বোধনী খেলায় অংশ নেন কারেন্টহাট ডিগ্রি কলেজ (লাল জার্সি) বনাম শঙ্করপুর মহাবিদ্যালয় (সাদা জার্সি)। খেলা পরিচালনা করেন রেফারি সোহেল রানা, সহকারি রেফারি মাজেদুর রহমান ও আপেল মাহমুদ।
“আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট” অংশগ্রহণকারী ১৬টি দল হচ্ছে কারেন্টহাট ডিগ্রী কলেজ, শঙ্করপুর মহাবিদ্যালয়, বিরল সরকারি কলেজ, দিনাজপুর সিটি কলেজ, সেন্ট ফিলিপস স্কুল এন্ড কলেজ, পাঁচবাড়ী মকলেছুর রহমান মহাবিদ্যালয়, ফুলবাড়ী সরকারি কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, কাদের বকস মমোরিয়াল কলেজ, কাহারোল সরকারি কলেজ, চিরিরবন্দর সরকারি কলেজ, ফাসিলাডাঙ্গা মহাবিদ্যালয়, দিনাজপুর সরকারি কলেজ, হলিল্যান্ড কলেজ, মুন্সিপাড়া আদর্শ কলেজ এবং নুরজাহান কামিল মাদ্রাসা।
















