মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুর জেলার সদর উপজেলার আনসার ও ভিডিপি’র ০১ নং চেহেলগাজী ইউনিয়ন দলনেত্রী “রেজওয়ানা আক্তার“ নিজের পরিবারের অর্থনৈতিক উন্নয়নসহ এলাকার নারীদের আত্নকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন।
তিনি বাড়িতেই রাজহাঁসের ছোট একটি খামার তৈরি করেছেন। সেখানে ৪০ টির অধিক রাজহাঁস পালন করছেন। নিজ বাড়িতেই দেশি পাতিহাঁসও পালন করছেন। বর্তমানে প্রায় ৫০টি পাতিহাঁস রয়েছে তার। আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে সামান্য লোন নিয়ে ২টি গাভী ক্রয় করেছিলেন, এখন তার ৩টি গাভী রয়েছে। বাড়ির আঙ্গিনার পতিত জমিতে বিভিন্ন সবজির চাষাবাদ করছেন।পরিবারের সকল সবজির চাহিদা এখান থেকেই মেটানো হয় বলে তিনি জানান। আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক হতে গৃহীত লোন দিয়ে স্বামীর জন্য একটি ইজি বাইক কিনে দেন যা তার পরিবারের অভাব দূর করার পাশাপাশি পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনাতে ভূমিকা রাখছে।
তিনি গ্রামের ২০ জন নারীকে সেলাই প্রশিক্ষণ প্রদান করেছেন এবং বর্তমানে ১০/১২ জন নারীকে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নিজ বাড়িতেই সেলাই/বাটিক প্রশিক্ষণ প্রদান করছেন।
পরবর্তীতে আনসার ও ভিডিপি’র ইউনিয়ন দলনেত্রী “রেজওয়ানা আক্তার” এলাকার আদিবাসী নারীদের সেলাই প্রশিক্ষণ প্রদান করবেন বলেও তার পরিকল্পনার কথা তুলে ধরেন। ইউনিয়ন দলনেত্রী “রেজওয়ানা আক্তার”-এর সফল কার্যক্রম আনসার ও ভিডিপি’র দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মোঃ নূরুজ্জামান পরিদর্শনকালে তিনি আদিবাসী নারীদের প্রশিক্ষণ প্রদানের উদ্যোগের প্রশংসা করেন এবং উক্ত কাজে বাহিনীর যেকোন ধরনের সহযোহিতা প্রদানে আশ্বস্ত করেন।
আনসার ও ভিডিপি’র ইউনিয়ন দলনেত্রী “মোছাঃ রেজওয়ানা আক্তার” স্থানীয়ভাবে সকল মানুষের মাঝে পরিচিত ও সম্মানিত। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন ইউনিয়ন দলনেত্রী হিসেবে মানুষের জন্য কাজ করতে পারায় তিনি গর্বিত বোধ করেন এবং এলাকায় সকল মানুষের কাছে বিশেষভাবে নারীদের কাছে সম্মানিত হওয়ার পেছনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদান তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।