মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।।
২৬শে আগস্ট ২০২৫ মঙ্গলবার দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনাজপুর জেলার অটো রাইস মিল হতে নির্গত ধুলাবালি নিরসন ও পরিবেশ দূষণ রোধের লক্ষ্যে এ জেলার অটো রাইস মিল ও অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা প্রশাসক এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন।
মতবিনিময় সভায় হাবিপ্রবির প্রফেসর ডঃ মোঃ সাজ্জাদ হোসেন সরকার প্রজেক্টর এর মাধ্যমে রাইস মিলে ধান শুকানোর বিষয়ে ভিডিও প্রদর্শন উপস্থাপন করেন।
মুক্ত আলোচনায় অংশ নেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন নাহার সীমা, দিনাজপুর বিসিকের কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, জেলা নাসিব এর সভাপতি ও দৈনিক উত্তরবাংলা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান চেম্বার,অটো রাইস মিল, খাদ্যশস্য আড়তদার মালিক গ্রুপ ,চাউল কল মালিক গ্রুপের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আবু বক্কর সিদ্দিক, শহিদুর রহমান পাটোয়ারী মোহন, মোঃ মোছাদ্দেক হোসেন, গোলাম মাজেদুর রহমান ডাব্লু, প্রতাপ কুমার সাহা পানু, রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, মোহাম্মদ সাদেকুল ইসলাম প্রমুখ।