এস.এম.শামীম, দিঘলিয়া।।
দিঘলিয়ায় সেনহাটি হিন্দু সমাজ কল্যাণ পরিষদ ও আলোর মিছিল সামাজিক সংগঠন সম্মিলিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। এ সময় সেনহাটি দিঘলিয়ার বিভিন্ন প্রান্তে ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়।
৫ নভেম্বর দিনব্যাপী উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন সংগঠন দুটি ।
দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লার সহযোগিতায় অসংখ্য ফলজ ও বনজ বৃক্ষরোপণ করেন। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হিন্দু সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সিপুল দাস,প্রদীপ দে নয়ন শীল, সংগঠনের সভাপতি বাবু রমেশ চন্দ্রসহ হিন্দু সমাজ কল্যাণ পরিষদের সকল নেতৃবৃন্দ। বৃক্ষরোপণ কর্মসূচিতে সামাজিক সংগঠন আলোর মিছিলের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ তারেক, শাহজাহান, আকিবুল ইসলাম, , সাহিনুর আক্তার রানি, সজল কুমার, রমজানুল ইসলামসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।