
কামরুল হক চৌধুরী : কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভিকতলায় এবং চান্দিনার হাড়িখোলায় শতাধিক বেদে পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উত্তরণ ফাউন্ডেশন। পুলিশ অফিসার ডিআইজি হাবিবুর রহমান প্রতিষ্ঠিত উত্তরণ ফাউন্ডেশনের খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার(২৯ এপ্রিল) কুমিল্লায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিলো- চাল, ডাল, আটা, আলু, পিঁয়াজ, তৈল, লবণ এবং সাবান। করোনা ভাইরাস সংক্রমণে বিশ্ব যখন স্থবির এবং মানুষ কর্মহীনতার মধ্যে দিনাতিপাত করছে ঠিক এ সময়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছে উত্তরণ ফাউন্ডেশন। স্থানীয় সংবাদকর্মী কামরুল হক চৌধুরী ডিআইজি হাবিবুর রহমানকেেএই এলাকার বেদে পরিবারের দুঃখ দুর্দশার কথা জানালে তিনি এসব খাদ্য সামগ্রী পাঠিয়ে দেন। খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ইলিয়টগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, কৃষকবন্ধু মতিন সৈকত, আ’লীগ নেতা বিল্লালুর রশিদ দোলন এবং ইউপি মেম্বার আবু তাহের প্রমুখ।