কামরুল হক চৌধুরী।।
দাউদকান্দি(কুমিল্লা)প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলা ও পৌরসভার কর্মী সম্মেলন উপলক্ষে দাউদকান্দির স্থানীয় সাংবাদিকদের সাথে দাউদকান্দি উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামী মতবিনিময় সভা করেছে। আগামী ২৫ জানুয়ারি শনিবার বিকেলে উক্ত কর্মী সম্মেলনটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি)দুপুরে উপজেলা সদরে স্থানীয় একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলার আমীর মো.মনিরুজ্জামান বাহলুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী সাইফুল ইলাম শহীদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের মজলিশে শু’রা সদস্য মাও.খন্দকার আবুল বাশার, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ সেক্রটারী মাও. মোশাররফ হোসেন, তিতাস উপজেলা জামায়াতের আমীর ইঞ্জনিয়ার শামীম সরকার, এডভোকেট মোখলেছুর রহমান, দাউদকান্দি পৌরসভার আমীর আবুল কাশেম প্রধানিয়া, উপজেলা নায়েবে আমীর শরীফ মোহাম্মদ রুকন উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মনিরুজ্জামান, পৌরসভার সেক্রেটারী শাহজাহান তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন- দাউদকান্দি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ।