কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে রাশিদা বেগম(৬৫) নামে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে পৌরসভার নুরপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রাশিদা বেগম নুরপুর গ্রামের পশ্চিম পাড়ার মৃত আলী আর্শাদ মিয়ার স্ত্রী।
নিহতের ছোট ছেলে সাহাব উদ্দিন বলেন, ‘আমি গৌরীপুর থেকে বাড়ীতে আসতে ছিলাম। প্রতিবেশী কোহিনুর আক্তার ফোন করে বলেন তাড়াতাড়ি বাড়ীতে আয়, তোর মারে কে যেন কী খাইয়ে জিনিসপত্র নিয়ে গেছে। আমি বাড়ীতে এসে দেখি ঘরের সব কিছু এলেমেলো। মা মেঝেতে পড়ে আছে, মায়ের কানের স্বর্ণের জিনিস নেই। আমাদের কোন শত্রু নেই, স্বর্ণের জিনিসগুলো নেয়ার জন্য কে বা কারা আমার মাকে মেরে ফেলেছে।’
সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) মোঃ এনায়েত কবির সোয়েব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি বলেন, ‘ঘটনার রহস্য উৎঘাটনে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’