সরকারিভাবে সেতুটি পাকা করে দেয়ার দাবি এলাকাবাসীর
কামরুল হক চৌধুরী:>>
কুমিল্লার দাউদকান্দি উপজেলার নদীবেষ্টিত একটি সমৃদ্ধ গ্রামের নাম ভাজরা। এ গ্রামের প্রায় প্রতি ঘর থেকেই কেউ না কেউ প্রবাসে রয়েছেন। এখানে প্রায় ৫-৬ হাজার মানুষের বসবাস। ভাজরা গ্রামে রয়েছে- ১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা, ১টি হাইস্কুল এন্ড কলেজ, ৯টি মসজিদ, ১টি কমিউনিটি ক্লিনিক এবং ১টি বাজার। প্রত্যেকের ঘরে ঘরে বিদ্যুৎও রয়েছে। কিন্তু সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় তাদেরকে যাতায়াতে অনেক কষ্ট করে চলতে হতো। কষ্টের মাত্রা আরও বাড়িয়ে দেয় মাটিয়া নদীর টেক্কারখাল। এলাকার লোকজন এবং সিএনজি চালিত অটোরিকশা চালকদের উদ্যোগে এই খালের উপর বাঁশ ও কাঠ দিয়ে সেতু নির্মাণ করা হয়। অটোচালক হেলাল, মনির, হালিম, কামাল, ফয়সাল, লালন এবং রমজান মীরের সম্মিলিত অর্থায়নে নির্মিত সেতুটি গত শনিবার (৩ডিসেম্বর) উদ্বোধন করা হয়। এতে করে ভাজরা থেকে হাসনাবাদ বটতলী পর্যন্ত তাদের যাতায়াত সহজ এবং সুন্দর হলো।
কথা হয় এ গ্রামের আবদুল বারেক মীরের সাথে। তিনি জানান, আগে অনেক অনেক কষ্ট করে যাওয়া আসা করতে হতো। ছাত্রছাত্রী, নারী,শিশু এবং গর্ভবতী মহিলাদের খুবই অসুবিধা হতো। এখন অনেক সহজেই তারা যাতায়াত করতে পারছেন। সেতুটি পাকা করে দেয়ার জন্য সরকারের কাছে আবেদনও জানান তিনি।।