
কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে আলোচনা, র্যালি এবং দুর্যোগ মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। দাউদকান্দি উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা শাখা আয়োজিত এ অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল “নিয়ম মেনে অবকাঠামো গড়ি , জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি”। র্যালিতে বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইউনূস মিয়া, উপজেলা প্রকৌশলী আহসান হাবিব, উপজেলা শিক্ষা অফিসার নূরুল ইসলাম এবং সমাজ সেবা অফিসার সেতারুজ্জামান প্রমুখ।।