
মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর ৩ আসন থেকে দিনাজপুরের কন্যা বেগম খালেদা জিয়াকে প্রার্থী হওয়ার দাবিতে দিনাজপুর জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নবেম্বর ২০২৫) রাত ৯টায় পুলহাটস্থ দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিএনপির সকল নেতৃবৃন্দ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর আসনে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে প্রার্থী করার পক্ষে মতামত ব্যক্ত করেন।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, জেলা বিএনপিকে সংগঠিত ও ঐক্যবদ্ধ করতে দিনাজপুর সদর আসনে বেগম খালেদা জিয়াকে প্রার্থী করার কোনো বিকল্প নেই। অনুষ্ঠান থেকে অবিলম্বে বেগম জিয়াকে প্রার্থী হিসেবে ঘোষণা করার দাবি জানান নেতৃবৃন্দ। আলোচনা সভায় দিনাজপুর সদর আসনে অন্যান্য সকল মনোনয়ন প্রত্যাশীকে ২৪ ঘণ্টার মধ্যে বেগম খালেদা জিয়াকে সমর্থন দিয়ে নিজেদের অবস্থান থেকে সরে আসার আহ্বান জানানো হয়।
দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি খারেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, আখতারুজ্জামান জুয়েল, জেলা বিএনপির সহসভাপতি ও দিনাজপুর চেম্বারের সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামান উজ্জল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না ও দিনাজপুর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া।
এছাড়াও অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও আহ্বায়কগণ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় দিনাজপুর জেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল, তাঁতি দল, কৃষকদল, মৎস্যজীবী দলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।















