
আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ মার্চ)উপজেলার শালবাহান ইউনিয়নের গ্রীণ কেয়ার নামে এক চা কারখানায় এ দুর্ঘটনা ঘটে।শাকিল পঞ্চগড় জেলা শহরের মসজিদ পাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রীণ কেয়ার চা কারখানায় রংমিস্ত্রীর কাজ করছিলো শাকিল। রং করার জন্য কারখানার উপরে উঠলে সেখান দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের তারের সঙ্গে তার মাথা লেগে যায় এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারে আটকে যায় সে।পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. হারুন অর রশিদ তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল হোসেন নামে এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।