
মোঃতৌফিকুল ইসলাম
তিতাস(কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় সামাজিক সংগঠন নবধারার উদ্যেগে ডেঙ্গু প্রতিরোধে র্যালি ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় উপজেলার বন্দরামপুর স্বতন্ত্র এফতেদায়ী নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসায থেকে ডেঙ্গু প্রতিরোধে একটি র্যালি বের হয়ে হোমনা -গৌরিপুর সড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কড়িকান্দি বাজারে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
সংগঠনের কার্যকরী সদস্য ডা: নাজমুল বক্তব্যে বলেন, বাংলাদেশর মানুষের মাঝে ডেঙ্গু জ্বর এখন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত ডেঙ্গু জ্বরের প্রভাব বেড়েই চলছে। ধীরে ধীরে দেশের প্রতিটি জেলায় ডেঙ্গু বিস্তার লাভ করছে। তাই ডেঙ্গু জ্বরের কবল থেকে রক্ষা পেতে দেশের সকল মানুষকে সচেতন হতে হবে। এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্তমানে দেশের প্রতিটি জায়গায় ডেঙ্গু রোগে সর্তকতা ও করণীয় বিষয়ক আলোচনাসহ পরিস্কার-পরিচ্ছন্নতা আয়োজনে তিতাসে নবধারা সংগঠনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সরকারের পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের ডেঙ্গু রোগ সম্পর্কে সচেতন হওয়া উচিত। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং বাড়ির আশপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখবো যাতে করে ডেঙ্গু’র প্রভাব কোনভাবেই বিস্তার লাভ করতে না পারে।
এর পূর্বে সংগঠনের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ ফারুক হোসেন সরকারের সভাপতিত্বে ডা: সাইফুল ইসলাম নাজমুলের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের স্থায়ী সদস্য মনির হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ শাহাবুদ্দিন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সভাপতি কামাল উদ্দিন স্বপন,সহ-সভাপতি আবুল বাশার,তথ্য সম্পাদক ইমরান আহমেদ সুপ্ত,প্রচার সম্পাদক ইমরান সাদী,সাবেক যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম,সাবেক অর্থ সম্পাদক মোঃ হানিফ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সকল সদস্য ও সাংবাদিক বৃন্দ।