আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বালিকা বিদ্যা নিকেতনে ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
নীলফামারী জেলা পরিষদ আয়োজিত বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টায় ডোমার বালিকা বিদ্যা নিকেতন মাঠে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মাদ নায়েরুজ্জামান। এর আগে উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক হারুন অর রশীদের পরিচালনায় স্কাউটের গালর্স গাইড এর পক্ষ থেকে অতিথিকে গার্ড অব অনার প্রদান করা হয়।
উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক প্রধান শিক্ষক রবিউল আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার ও পৌর প্রশাসক শায়লা সাঈদ তন্বী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দিপংকর রায়, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারী, উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, ডাঃ ওয়াহিদা আক্তার হিরা, সহকারী শিক্ষক আফসানা ইয়াসমিন আশা প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে সকল ছাত্রীর মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ এবং ব্লাড গ্রুপ নির্ণয় করে সনদপত্র প্রদান করা হয়। শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অবিভাবক ও শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।