
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে ফ্রেন্ডশীপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
ডোমার ব্যাডমিন্টন ক্লাব আয়োজিত শুক্রবার (২২নভেম্বর) সন্ধ্যায় বাটার মোড় মাঠে ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি সাগর মালাকারের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক শুভ ভৌমিকের সঞ্চালনায় উক্ত টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন, ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি, সমাজ সেবক মিজানুর রহমান সোহাগ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন ক্লাবের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে,ব্যাডমিন্টন ক্লাবের সম্পাদক নাজিমুল হক লিংকন, সংঙ্গীত শিল্পি আমজাদ হোসেন, মুকুল সওদাগড়, রওশন রশিদ, ডোমার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এমদাদুল হক মাসুম, প্রমুখ বক্তব্য রাখেন। উদ্বোধনী ম্যাচে ৮টি দল অংশগ্রহণ করে। জলঢাকা ক্লাবকে হারিয়ে ডোমার ব্যাডমিন্টন ক্লাব চ্যাম্পিয়ন হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিগণ।