আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫জন নতুন ডাক্তার যোগদান করেছেন।
উপজেলার প্রায় ৩লক্ষ মানুষের জন্য মাত্র ৩জন ডাক্তার দিয়ে চলছিল কার্যক্রম। এতে করে ডাক্তারদের ভীষণ বেগ পেতে হয়। গত ১২ ডিসেম্বর সেখানে নতুন নিয়োগপ্রাপ্ত ১৫জন ডাক্তার আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. ইব্রাহীম এর কাছে যোগদান করেন। তারা হলেন, মেডিকেল অফিসার ডা. তাহমিনা সুলতানা (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে), ডা. তৃতীয় সরকার (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে), ডা. তাজতী আরেফা (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে), সহকারী সার্জন ডা. রুখসানা আফরোজ (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এ্যানেসথেসিয়া), ডা. রুবিনা আফরোজ (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ডেন্টাল), ডা. তাবাসুম মাহাজাবীন (চিলাহাটি উপ-স্বাস্থ্য কেন্দ্র), ডা. অসীম রায় চৌধুরী (গোমনাতী উপ-স্বাস্থ্য কেন্দ্র), ডা. রোখসানা আফরোজ (বামুনিয়া উপ-স্বাস্থ্য কেন্দ্র), ডা. তানভীর জোহা (মির্জাগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্র), ডা. এসএম রবিউল ইসলাম (পাঙ্গা মটুকপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র), ডা. এসএম তৌহিদ হাসান (ডোমার উপ-স্বাস্থ্য কেন্দ্র), ডা. সুবেদ চক্রবর্তী (সোনারায় উপ-স্বাস্থ্য কেন্দ্র) ডা. জাহিদুল কবির (হরিণচড়া উপ-স্বাস্থ্য কেন্দ্র), ডা. আবুল আলা (কেতকীবাড়ী উপ-স্বাস্থ্য কেন্দ্র), ডা. কাজী সারহান রিমো (বোড়াগাড়ী উপ-স্বাস্থ্য কেন্দ্র)।
আবাসিক মেডিকেল অফিসার ডা. রায়হান বারী জানান, ১৫জন ডাক্তার গত ১২ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিয়োগপ্রাপ্ত হয়। আজ আনুষ্ঠানিকভাবে আমরা নতুন অতিথিদের ফুলের তোরা দিয়ে বরণ করে নিলাম। ১৭ তারিখ থেকে তারা তাদের নিজ নিজ কেন্দ্রে কার্যক্রম শুরু করবেন। বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্রে যোগদানের পর উপজেলার মানুষ নিয়মিত উন্নত সেবা পাবে বলে তিনি আশা করেন।