আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ৬ মাসের সা’জাপ্রাপ্ত আসামী আনছারুল ইসলাম (২৭) কে গ্রে’ফতার করেছে ডোমার থানা পুলিশ।
সোমবার (১৪ মার্চ) সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ডোমার থানার এসআই লুৎফর রহমান ও সঙ্গীয় ফোর্স আসামীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। আনছারুল ইসলাম উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ডাংঙ্গাপাড়া গ্রামের অলিয়ার রহমানের ছেলে।
থানা সূত্রে জানা যায়, আনছারুলের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯ (১) টেবিলে ৭ (ক) ধারায় জিআার মামলা নং- ১৬৪/১৭ রুজু হয়। বিজ্ঞ আদালত তাকে ৬ মাসের কা’রাদণ্ড প্রদান করেন। দীর্ঘদিন ধরে আনছারুল পলাতক ছিল। ডোমার থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
ডোমার থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সা’জাপ্রাপ্ত আনছারুল এতদিন পলাতক ছিলো। বিজ্ঞ আদালতের নির্দেশনা মতে আজ তাকে গ্রেফতার করতে পেরেছি। দুপুরে তাকে জেলা আদালতে পাঠানো হয়েছে।