আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে (কোভিড-১৯) করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমানোর লক্ষ্যে স্বাস্থ্যকর্মী ও পল্লী চিকিৎসকদের সচেতনতা উন্নয়নমূলক ওরিয়েন্টেশনের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, ৬ দিনব্যাপী স্বাস্থ্যকর্মী ও পল্লী চিকিৎসকদের সচেতনতা উন্নয়নমূলক ওরিয়েন্টেশন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)র সহযোগিতায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ রুবিনা আফরোজ, উপজেলা ইউডিএফ(ইউজিডিপি) কর্মকর্তা জসিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আল-আমিন রহমানের সঞ্চালনায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক কমিটির বাস্তবায়নে প্রথম দিনে ১৭ জন স্বাস্থ্যকর্মী ও ১৫ জন পল্লী চিকিৎসককে প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক ডা. সুধীর চন্দ্র চক্রবর্তী।
উল্লেখ্য, উক্ত প্রশিক্ষণে অদ্য ১ম ব্যাচে ৩২ জন প্রশিক্ষক অংশগ্রহণ করেন এবং আগামী ১৫ই জুন পর্যন্ত ৬ষ্ঠ ব্যাচসহ সর্বমোট ১শত ৯০জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহন করবেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।