
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজ উদ্যোগে ৩শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করেন সমাজ সেবক মিজানুর রহমান জুয়েল।
বৃহস্পতিবার (২১মে) সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ডোমার পৌরসভার ১নং ওয়ার্ড এলাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ উপহার সামগ্রী তুলে দেন তিনি।
খাদ্য সামগ্রীর প্যাকেটে সেমাই, চিনি, ময়দা ও সয়াবিন তেল ছিল। করোনা ভাইরাসের কারণে মানুষ যখন দিশেহারা ও দোকানপাট বন্ধ হয়ে মানুষ যখন কর্মহীন হয়ে পড়েছে, সেই সময় রমজানের আগে ২শত পরিবারের মাঝে চাল, ডাল, আলু, সাবান ও মাস্ক বিতরণ করেন তিনি।
মিজানুর রহমান জুয়েল জানান, এমন বিপদের দিনে আমার দেয়া সামান্য উপহার কিছুটা হলেও অসহায় মানুষের কাজে লাগবে। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সামান্য কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আগামীতে সুখে ও দুঃখে সাধারণ মানুষের পাশে থাকতে চাই।