
আনিছুর রহমান মানিক, ডোমার প্রতিনিধি, নীলফামারী>>
দৈনিক আমার সংবাদ পত্রিকার ডোমার উপজেলা প্রতিনিধি নূর কাদের সরকার ইমরানের মাতা আলিফ নুরা বেগম (৪৮) ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে এলাকার রাজনৈতিক অঙ্গন, সাংবাদিক মহলসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। গত সোমবার (২৭অক্টোবর) বিকাল ৪ টায় হৃদক্রিয়া বন্ধ হয়ে তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি………রাজিউন। পরদিন মঙ্গলবার (২৮অক্টোবর) সকাল ১১টায় উত্তর হরিণচড়া সরকার পাড়া এলাহী জামে মসজিদ মাঠে জানাজার নামাজ শেষে মসজিদের পাশে দাফন করা হয়। তিনি উক্ত গ্রামের সমাজ সেবা কর্মকর্তা মোঃ আলমগীর ইসলাম সরকারের স্ত্রী। তার জানাজায় হরিণচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, ইউপি সদস্য বাবুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মানিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিফ আহম্মেদ সোহাগ, ইউনিয়ন যুবলীগের সভাপতি সামিউল ইসলাম বাবুসহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা ও কর্মী উপস্থিত ছিলেন। মায়ের বিদাহী আত্মার মাগফেরাত কামনায় মরহুমের বড় ছেলে নূর আলম সরকার সকলের কাছে দোয়া কামনা করেন।