
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে ল্যাম্বের প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯নভেম্বর) সকাল ১১টায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেন ল্যাম্ব-প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ শো প্রকল্প। ইউপি চেয়ারম্যান আবুল হাচান এর সভাপতিত্বে সমাজ সেবক ফিরোজ পারভেজ উজ্জলের সঞ্চালনায় অতিথি হিসেবে, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. এএইচএম আব্দুল আজিজ, প্যানেল চেয়ারম্যান আব্দুল হাই, সমাজ সেবক আব্দুল কাদের, স্বাস্থ্য সহকারী রাবিউল কবির মানি, আনজারুল হক মিলন, জিকরুল হক সম্রাট, ইউপি সদস্য রিনা আফরোজ, লায়লা বানু, নাট্য দলের অমূল্য চন্দ্র রায় প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় ল্যাম্বের টেকনিক্যাল কো-অর্ডিনেটর জীবন কুমার পোদ্দার, ফিল্ড কো-অর্ডিনেটর প্রদিপ চন্দ্র রায়, রফিকুল ইসলাম রফিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন, প্রকল্পের এমএন্ডইডিও জয়ন্ত কুমার কর্মকার। গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ২০১৬ সাল থেকে অত্র ইউনিয়নে মা ও শিশুর স্বাস্থ্য, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, কিশোর কিশোরী সভা, সচেতনতামূলক গণনাটক পরিবেশন, নিরাপদ ও স্বাভাবিক প্রসব, প্রসব পরবর্তী সেবাসহ নানামুখী কর্মসূচি পরিচালনা করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে।