
আনিছুর রহমান মানিক, ডোমার, নীলফামারী>>
নীলফামারীর ডোমারে মাদক সেবন ও সরকারি জায়গা দখলের দায়ে ৩ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
থানা সূত্রে জানা যায়, বুধবার (৯ অক্টোবর) রাতে ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, ওসি (তদন্ত) বিশ্ব দেব রায় ও এসআই হামিদুল ইসলাম অভিযান চালিয়ে উপজেলা পরিষদ এলাকা থেকে ২ মাদকসেবীকে আটক করে। অপরদিকে, গভীর রাতে উপজেলা পরিষদের ময়দান এলাকায় সরকারি জায়গা দখলের সময় ১ ব্যক্তিকে আটক করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ফাতিমা ঘটনা স্থলে গিয়ে মাদকসেবী উপজেলার ছোটরাউতা ডাঙ্গা পাড়া ৯নং ওয়ার্ডের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মজনু মিয়া (২০) ও হরিণচড়া ইউনিয়নের উত্তর হরিণচড়া কলির স্কুল এলাকার আমিনার রহমানের ছেলে রশিদুল ইসলাম (২৪) কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ৩৬(১) এর ২১ ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সরকারি জায়গা দখলের চেষ্টায় দঃবিঃ ১৮৮ ধারায় ডোমার ছোট রাউতা ময়দান পাড়া এলাকার মৃত অফির উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৪৯) কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান সাজার বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।