
আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে এক বাক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে, থানায় মামলা।
ঘটনাটি ঘটেছে, উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের চান্দখানা বোতলগঞ্জ এলাকায়। মামলা সূত্রে জানা যায়, উপজেলার গোমনাতী ইউনিয়নে আমবাড়ী আলসিয়ার বাজার এলাকার এক ভ্যান চালক তার বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি চান্দখানা বোতলগঞ্জে বসবাস করে। ঘটনার দিন রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রতিবন্ধী স্ত্রীকে শ্বশুর বাড়িতে রেখে বাড়ির লোককজন সকলে চিলাহাটি খানকা শরীফে ওয়াজ মাহফিলে যায়। সেই সুযোগকে কাজে লাগিয়ে উক্ত এলাকার মৃত আবুল হোসেনের লম্পট ছেলে শফিউল ইসলাম সাবুল (৫০) ওই বাড়িতে ঢুকে প্রতিবন্ধী গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। প্রতিবন্ধী গৃহবধূর গোঙ্গানির শব্দে পাশের বাড়ির লোকজন ছুটে আসে। এ সময় লম্পট শফিউল ইসলাম সাবুল কৌশলে পালিয়ে যায়। প্রতিবন্ধী গৃহবধূর স্বামী বাদী হয়ে শফিউল ইসলাম সাবুলকে আসামি করে ডোমার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯/৪ (খ) ধারায় মামলা নং-০৯, তারিখ- ১৭/০২/২০২০ দায়ের করে।
ডোমার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় বলেন, মামলা রুজু করা হয়েছে, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।