
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে প্রকল্প সমাপনি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র মাঠে ইউপি চেয়ারম্যান একরামুল হকের সভাপতিত্বে অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, সমাজ সেবক নজরুল ইসলাম, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের কোষাধক্ষ্য শাহাজাহান আলী, এফপিআই একেএম শাহাদাৎ হোসেন সরকার, ইউপি সদস্য মেরিনা পারভীন, শামসুন নাহার স্বপ্না , ইউপি সচিব মাহবুবর রহমান, সিএইচসিপি আহসান মোর্শেদ সান, সারোওয়ার পারভেজ, সিনিনা আক্তার, প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর জীবন কুমার পোদ্দার, ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন। ল্যাম্ব-প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ শো প্রকল্প আয়োজিত গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে অনুষ্ঠানে সুনিদিষ্ট তথ্য ও অগ্রগতী উপস্থাপন করেন, প্রকল্পের এমএন্ডইডিও জয়ন্ত কুমার কর্মকার। ২০১৬ সাল থেকে এই ইউনিয়নে মা ও শিশুর স্বাস্থ্যের উন্নয়ন, কিশোর- কিশোরীসভা, সচেতনতা মূলক গণনাটক পরিবেশন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, নিরাপদ ও স্বাভাবিক প্রসব, প্রসব পরবর্তী সেবাসহ নানামুখী কর্মসূচি পরিচালনা করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে।