আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ভোগডাবুড়ী ও কেতকীবাড়ী ইউনিয়ন সরকারী প্রাথমিক বহুমুখি শিক্ষক সমবায় সমিতির নবনির্মিত দ্বি-তল ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
পরে এক আলোচনা সভায় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার কানু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবন আখতার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, সহকারী কর্মকর্তা রাকিবুল হাসান, চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আইয়ুব আলী, ভোগডাবুড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রাশেদুল ইসলাম ফিলিপ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল, যুবলীগের সভাপতি একেএম জাহাঙ্গীর বসুনিয়া রাসেল, সংগঠনের সাধারণ সম্পাদক কারিমুল ইসলাম মিলাল, সাংগঠনিক সম্পাদক সেলিম হক প্রমানিক প্রমুখ বক্তব্য রাখেন। শিক্ষার মান উন্নয়নে সকল শিক্ষকদের পরামর্শ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।